ক্ষোভের আঁচ বুঝতে পেরেই পুরানো দায়িত্বে ফের অনুব্রত মন্ডল : খুশি তৃণমূল কর্মীরা

2nd August 2020 7:46 pm অনান‍্য
ক্ষোভের আঁচ বুঝতে পেরেই পুরানো দায়িত্বে ফের অনুব্রত মন্ডল : খুশি তৃণমূল কর্মীরা


নিজস্ব সংবাদদাতা ( বর্ধমান ) : ক্ষোভের আঁচ বুঝতে পেরেই ফের পুরানো দায়িত্বে ফিরিয়ে দেওয়া হল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি কেষ্ট মন্ডল ওরফে অনুব্রত মন্ডলকে । সম্প্রতি বিধানসভা নির্বাচন কে উপলক্ষ‍্য করে তৃণমূল সাংগঠনিক পদে রদবদল করে । সেখানে পূর্ব বর্ধমানের আউশগ্ৰাম , কেতুগ্ৰাম ও মঙ্গলকোট বিধানসভার পর্যবেক্ষক হিসাবে অনুব্রত মন্ডলকে সরিয়ে ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডলকে কো - অর্ডিনেটর এর দায়িত্ব দেওয়া হয় । এই ঘোষনার পরেই ওই এলাকা গুলোতে ক্ষোভ জমতে শুরু করেছে তৃণমূল কর্মীদের মধ‍্যে । গুসকরা বাসস্ট‍্যান্ডে রীতিমতো সভাও করেন তৃণমূল কর্মী সহ নেতৃত্বরা । সুভাষ মন্ডল নয় চাই অনুব্রত মন্ডলকেই এই দাবী তুলে সোচ্চার হন সকলেই । স্বাভাবিক ভাবেই দায়িত্ব পাবার পরে পরেই দলের কর্মীরা এভাবে বিদ্রোহ ঘোষনা করবে তা বুঝে উঠতে পারননি খোদ সুভাষ মন্ডল সহ দলের উচ্চ নেতৃত্ব । বারবার দলের নেতৃত্বের কাছে অনুব্রত মন্ডলকেই চাই এই দাবী জোরালো হতে শুরু করে । তৃণমূল কর্মীরাই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন । কেউ কেউ সোশাল মিডিয়াতে লিখেও দেন নিজের বিধানসভা এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল । সেটাই সামাল দিতে পারছেন না । তার উপর অনান‍্য এলাকার পর্যবেক্ষক ? কার্যত সুভাষ মন্ডলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ‍্যে চলে আসে । দিন কয়েক এর মধ‍্যেই সিদ্ধান্ত পরিবর্তন করলো দল । কেতুগ্ৰাম , আউশগ্ৰাম ও মঙ্গলকোটের পর্যবেক্ষক হিসাবে ফের নিয়ে আসা হল কেষ্ট দা ' কে । এমনই প্রচার শুরু হয়েছে তৃণমূলের কর্মী সহ সোশাল মিডিয়ায় ।রবিবার দুপুরে দলীয় নেতৃত্বের মাধ‍্যমে সেই খবর ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে । লকডাউনের মধ‍্যেই সোশাল মিডিয়ায় জয় প্রকাশ করতে শুরু করেন তৃণমূলের ওই এলাকার কর্মীরাই । ফেসবুক , হোয়াটস অ্যাপ গ্ৰুপে আনন্দের উচ্ছ্বাস । যদিও এ বিষয়ে দলের কোন নেতৃত্ব মুখ খুলতে চাননি । দল যা ভালো বুঝেছে সেটাই করেছে বলে এড়িয়ে গেছেন সকলেই । যদিও সুভাষ মন্ডলকে যে কেউ ই চাইছিলেন না অন্তত অনুব্রত মন্ডলের পরিবর্তে তা স্পষ্ট সকলের চোখ মুখে । কেষ্ট দা ' র পরামর্শ মেনেই আবার দল কাজ করবে কেতুগ্ৰাম , আউশগ্ৰাম , মঙ্গলকোটে বলছেন দলের কর্মীরা । 

ছবি : সংগৃহিত





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।